কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় দিন ৯ সেপ্টেম্বর রোববার ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় ট্রাইব্রেকারে শমশেরনগর ইউনিয়ন ৩-০ গোলে পতনঊষার ইউনিয়ন পরিষদকে পরাজিত করে এবং ২য় খেলায় আলীনগর ইউনিয়ন ১-০ গোলে আদমপুর ইউনিয়নকে পরাজিত করে।
১০ সেপ্টেম্বর সোমবার একই মাঠে ইসলামপুর ইউনিয়ন পরিষদ ও মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ এবং মাধবপুর পরিষদ ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।