গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আসন্ন। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন বিভিন্ন দলের, বিভিন্ন মতের প্রার্থীরা। আমাদের এই গোলাপগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী নিয়েই আমার আজকের এই লিখা।
আমি ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মরহুম ডাক্তার জনাব ছাইব আলী সাহেব আর গোলাপগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে মরহুম জনাব সিরাজুল জব্বার চৌধুরী সাহেবকে দায়িত্ব পালন করতে দেখেছি। উনারা ক্ষমতা পাওয়ার পর, লোভী ও অহংকারী না হয়ে আমাদেরকে নিঃশর্তভাবে সেবা দান করেছেন। এই দুইজন ব্যক্তি আমাদের মাঝে আর নেই, কিন্তু আমরা আজও উনাদের উত্তম ব্যবহার ও সততাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। গোলাপগঞ্জ পৌরসভার আসন্ন মেয়র উপনির্বাচনের প্রার্থী হিসাবে মহিউস সুন্নাহ নার্জিস চৌধুরীকে নিয়ে আমি একইভাবে আশাবাদী। আর তার একটিই কারণ; অতীতে অবৈধ উপায়ে সম্পদশালী হওয়ার মতো যথেষ্ট সুযোগ থাকলেও তিনি তা করেননি। একই সাথে তার বিনয়ী আচার-আচরণের জন্য তিনি সবার কাছে শ্রদ্ধাভাজন ও সু-পরিচিত। আমরা সবাই জানি অর্থনৈতিক অবস্থার কারণে নার্জিস চৌধুরী হয়তো নিজের পকেট থেকে আমাদেরকে খুব একটা সাহায্য করতে পারবেন না; তবে এটা আশা করা যায় যে, তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভায় গিয়ে কেউ অসম্মানিত কিংবা হয়রানির শিকার হবেন না। আসুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে ভোটদিয়ে মহিউস সুন্নাহ্ চৌধুরী নার্জিস কে মেয়র নির্বাচিত করে আমরা মরহুম জননন্দিত মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর অসমাপ্ত কাজের ধারাবাহিকতাকে এগিয়ে নেই এবং আমাদের এই গোলাপগঞ্জকে দূর্নীতিমুক্ত আদর্শ পৌরসভা গঠনে সহায়তা করি।
ছাদ চৌধুরী, (রণকেলী, গোলাপগঞ্জ, সিলেট) প্রাক্তন সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো