১৪ সেপ্টেম্বর প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ৩য় মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসিন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পারিবারিক ও দলীয়ভাবে পালিত হবে।

পরিবার সূত্রে জানাগছে, আগামী ১৪ সেপ্টেম্বর সকালে  সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে জেলা পরিবারে সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হবে। পরিবারের উদ্যোগে দর্জির মহল নিজ বাস ভবনে কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণের অয়োজন করা হবে।

সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মারা যান।

 

শেয়ার করুন