কমলগঞ্জে আইনশৃংখলা মিটিং অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ চোরা চালান, মাদক, বাল্য বিয়েসহ বিভিন্ন ধরনের অবরাধমুলক বিষয় নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আইনশৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও বাংলাদেশ সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মী।

এসময় বক্তারা বলেন আইন-শৃংখলার পরিস্থিতির স্বাভাবিক অবস্থা ধরে রাখতে জনপ্রতিনিধিদের আন্তারিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন