থানায় পুলিশ কর্মকতাদ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান

শহর প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকাতাদির হোসেন,

পিপিএম ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলাম এর অন্যত্র বদলী এবং নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান এবং নবাগত অফিসার ইনচার্জ (তদন্ত) সুধীন চন্দ্র দাশ এর কমলগঞ্জ থানায় যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর সোমবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল

হক। কমলগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে ও এসআই চম্পক দাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, রহিমপুর ইউপির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, কমলগঞ্জ থানার এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই আনিসুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সাবেক সম্পাদক শাহীন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী এবং যোগদানকারী কর্মকতাদ্বয়কে কমলগঞ্জ থানার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন