বিদ্যালয় সরকারী করণের লক্ষ্যে হস্তান্তর দলীল অনুষ্ঠন সম্পন্ন

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় টেংরাবাজার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয় জাতীয় করণের লক্ষ্যে বিদ্যালয় মাঠে হস্তান্তর দলীল অনুষ্টান সম্পন্ন হয়েছে।

 ৯ সেপ্টেম্বর রবিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ টিপু খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. লকুছ মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, রাজনগর উপজেলা সাব-রেজিষ্টার আনছার উদ্দীন। এছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফজলু খান, সাবেক প্রধান শিক্ষক বিজয় ক্ঞৃ ধর, মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, প্রেস ক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, বর্তমান প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকরা উপজেলা প্রশাসনের কাছে বিদ্যালয়ের দলীল হস্তান্তর করেন।

শেয়ার করুন