স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনের মত গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
১১ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন গ্রুপ সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ও সামাজিক সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর সহযোগিতায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে সকালে ১১ টায় দ্বিতীয় দিনের মত গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
এসময় গণস্বাক্ষর কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশিষ্ট নাট্যকার ও সংগঠক খালেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, সেলিনা আলা, ফাতেমা জহুরা, নিখিল তালুকদার ,ইহাম মোজাহিদ , তাজুত চৌধুরী , কে এম আকলু , মামুন আহমদ , রুমেল তালুকদার , বশির আহমদ, শাহেদ আহমদ, কামরুজ্জামান, জুবেল আহমদ, শিমুল তালুকদার, নাইমা আক্তার প্রমুখ।
দ্রুত মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়নের লক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিএনসিসি ও স্কাউট সদস্যরাও এতে স্বেচ্ছাশ্রম দেয়।