স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাংলাদেশ ফুড সেইফটি নেটওয়ার্ক ও ক্যাব এর যৌথ আয়োজনে সার্কিট হাউজের মুন হলে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ সেপ্টেম্বর দুপুরে ক্যাব মৌলভীবাজারের সভাপতি এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে ও জেলা মার্কেটিং অফিসার আজবাহার মুনশীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্যানেল মেয়র ফয়সল আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দ্র ভৌমিক, ক্যাব সিলেট বিভাগীয় সভাপতি মোঃ জামিল চৌধুরী, সদর হাসপাতালে সাবেক তত্বাবধায়ক ডা. দীনেশ সূত্রধর ও বকসি ইকবাল আহমদ।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস. এম নাজির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্টেট, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।