স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ সেপ্টেম্বর বিকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আখতারুজ্জামান, সাংবদিক নজরুল ইসলাম মুহিব, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, কনকপুরইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান, মৌলভীবাজার সদর থানার ওসি (তদন্থ ) হারুনুর রশীদ, প্রমুখ।
সমাপনী খেলায় কনকপুর ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে মোস্তফাপুর ইউনিয়ন ।