শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক দেয়াল পত্রিকা “দেশ মৃত্তিকা-২০১৮” প্রকাশিত হয়।
মঙ্গলবার ১১ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল পত্রিকা “দেশ মৃত্তিকা-২০১৮” এর উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মোঃ শাহেদ গাজী। দেশ মৃত্তিকার প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলো অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী শাহিনুর আক্তার অনন্যা।
এসময় বক্তব্য রাখেন শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মোঃ শাহেদ গাজী, সহকারী শিক্ষক মো. আব্দুল মোমিন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার কারিগর। তোমরাই আগামী দিনে কবি, সাহিত্যিক এর ভূমিকায় সুন্দর সোনার বাংলা গড়তে অবদান রাখবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মোঃ শাহেদ গাজী বক্তব্যে এসব কথা বলেন।
দেশ মৃত্তিকা প্রকাশের সম্পাদনায় শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগীতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হালিম টিপু।