ছাত্রলীগের সাক্ষরতা অভিযান

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সাক্ষরতা অভিযান কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জে সাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব এর নেতৃত্বে মাধবপুর বাজারে ৩০ জন নিরক্ষর পুরুষ, মহিলাকে স্বাক্ষর শিখানো হয়। পরে তাদের হাতে খাতা ও কলম তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্না, সুমন আহমেদ, হাসান আহমেদ, নাহিদ বক্ত, হৃদয়, মাসুম, সালমান, বুলবুল আহমেদ প্রমুখসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন