কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি  সভাপতি- আজিজুর রহমান, সম্পাদক- রানা রঞ্জন সিন্হা

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বুধবার দুপুরে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কান্দিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুর রহমানকে সভাপতি, ১নং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা রঞ্জন সিন্হাকে সাধারণ সম্পাদক ও শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এটিএম আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এনামুল কবীর, প্রচার সম্পাদক মতিলাল দাশগুপ্ত, সহ সাধারণ সম্পাদক রহিমা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক রাজন চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য প্রজেশ রঞ্জন দাশ প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম দাশ, সিনিয়র সহ সভাপতি বিপ্লব দাশ, জুড়ী উপজেলার সহকারী শিক্ষক সালেহ আহমদ, সহকারী শিক্ষক আসুক মিয়া, কানিজ ফাতেমা, আমিনুল ইসলাম, এ বি এম রুমেনা আক্তার, মল্লিকা দেবী, ওবায়েদুর রহমান, বিশ্বজিৎ সিংহ, মো. নজরুল ইসলাম, নুরুল মুত্তাকীন প্রমুখ।

শেয়ার করুন