শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ সেপ্টম্বর সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সংসদীয় প্রতিশ্রুতি স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক অয়ন চৌধুরী ও সুধেন্দু ভট্টাচার্য এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।