মেডিকেল কলেজের দাবিতে বোরহার উদ্দীন সোসাইটির গণস্বাক্ষর কর্মসূচী

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড ওর্য়াটসআপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের চলমান গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে শেখ বোরহান উদ্দীন (রহঃ) ইসলামি সোসাইটির গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি ফ্লাওয়ারর্স কেজি এন্ড হাই স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক খালেদ চৌধুরী, নাজিরাবাদ ইউপির চেয়ারম্যান এনামুল হক রাজা, কমিউনিটি লিডার আব্দুর রউফ তালুকদার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের যুগ্ম আহবায়ক সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সদস্য সচিব ও বিআইএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সমন্বয়ক সেলিনা বেগম, রুহেল আহমদ চৌধুরী, কে এম আকলু, সৈয়দ শাহেদ আলী, শহীদ আহমদ, রোঃ সুয়েব আহমদ, রোঃ আতাউর রহমান, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রোগ্রাম চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, অর্থ সচিব নাজমুল হোসেন, সোহান হোসেন হেলাল, এম জুনেদ আহমদ, রহমান মামুন, আশরাফুল খান রুহেল, রুমেল তালুকদার,সৈয়দ শাহ্ সাব্বির আহমদ, হেমায়েতুল ইসলাম রাহি, রুমেল আহমদ, ফয়েজ আহমদ, সাফি আহমদ সানি, ফাহিম আহমদ মাহিন, মোস্তাকিম আহমদ রাহি, রুহেল আহমদ।

মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শত শত শিক্ষার্থী অভিভাবক সারিবদ্ধ ভাবে গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন। এবং অবিলম্বে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।

 

শেয়ার করুন