শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের‘আইডিয়াল ছাত্র সংসদের’ উদ্যোগে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় রচনা লিখে পুরস্কার পেলো বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। বৃহম্পতিবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদেও প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির।
আইডিয়াল ছাত্র সংসদের কার্য করি কমিটির সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাপ্তাহিক পরিক্রমার প্রধান সম্পাদক ইসমাইল মাহমুদ।
রচনা প্রতিযোগিতায় ২৭ জনশিক্ষার্থী অংশ গ্রহণকরে ৪ জন শিক্ষার্থী বিজয়ী হন। বিজয়ী ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আইডিয়াল ছাত্র সংসদ প্রতি বৃহস্পতিবার বিষয় ভিত্তিক আলোচনা সভার পাশাপাশি সৃজনশীল নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরই একটি অংশ ছিল রচনা প্রতিযোগিতা। রচনার বিষয় ছিলো‘ঈদুল আজহা কেমন কাটলো’। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের উপর রচনা লিখে পুরস্কার গ্রহণ করে।