বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় কমলগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইন্যালে ইসলামপুর ইউনিয়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে কমলগঞ্জ পৌরসভা একাদশ চ্যাস্পিয়ন হয়েছে। ১৩  সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড: মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো: সানোয়ার হোসেনের  সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাদারণ সম্পাদক মিছবাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মেসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো: আরিফুর রহমান ও কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

প্রতিযোগিতার ফাইন্যালে কমলগঞ্জ পৌরসভা ইসলামপুর ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দলের পক্ষে গোল দুটি করেন হারিস ও মাসুম। ইসলামপুর ইউনিয়ন একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন মঞ্জু। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ ও প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিজয়ী দলের মাসুম। ম্যান অব দ্যা প্রতিযোগিতা নির্বাচিত হয়েছেন রানার্স আপ দলের খায়ের উদ্দীন। সন্ধ্যায় প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড: মো: আব্দুস শহীদ এমপি চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন।

 

শেয়ার করুন