টরন্টোর মেয়রের সাথে বাংলাদেশী কানাডিয়ান কমিউনিটির মতবিনিময় সভা আগামীকাল

জালালাবাদবার্তা.কমঃ

The meeting is canceled, Sarwar Choudhury just confirmed. It will be rescheduled shortly.

বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরীতে ইমিগ্র্যান্ট ভিসায় কানাডায় পাড়ি দিয়ে বেশীরভাগ অভিবাসীরাই নীড় খোঁজছেন অন্টারিওর রাজধানী টরন্টোতে, সেজন্যই টরন্টোয় বাংলাদেশী অভিবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বিগত কয়েক দশকে টরন্টোর বুকে নানা ক্ষেত্রে নিজেদের একটি অবস্থান গড়তে সমর্থ হতে পেরেছেন বাংলাদেশী কানাডিয়ানরা। আর তাইতো টরন্টোর মেয়র মিস্টার জন টরি টরন্টোতে বসবাসরত সকল বাংলাদেশী কানাডিয়ানদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে এক সভা আহবান করেছেন।

বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সারওয়ার চৌধুরী টেলিফোনে জালালাবাদবার্তা.কম’কে জানান, আগামীকাল শনিবার ১৫ সেপ্টেম্বর ২০১৮ টরন্টোর 2279 Kingston Road (Budget Chief Gary Crawford এর অফিসে) বিকাল ৫:১৫ মিনিটের সময় এই সভা শুরু হয়ে চলবে বিকাল ৬:৩০ মিনিট পর্যন্ত। জনাব সারওয়ার চৌধুরী টরন্টোতে বসবাসরত সকল বাংলাদেশীদের উক্ত সভায় যথা সময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।

জালালাবাদবার্তা.কম এর পক্ষ থেকেও টরন্টোর মেয়রের সাথে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য সকল বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন জালালাবাদবার্তা.কম এর সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী।

 

শেয়ার করুন