কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী অনুষ্ঠান স¤পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধব-১৭) এর সমাপনী অনুষ্ঠান স¤পন্ন হয়েছে।

বৃহ¯পতিবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কমলগঞ্জ পৌরসভা ফুটবল দল বনাম ইসলামপুর ইউনিয়ন ফুটবল দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও বাংলাদেশ সরকারি প্রতিশ্রুতি স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ স¤পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক মো. মিসবাউর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

ফাইনাল খেলায় কমলগঞ্জ পৌরসভা ফুটবল দল ২-১ গোল ব্যবধানে বিজয় হয়। খেলা শেষে অতিথিরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন