শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ মাদার তেরেসাফ্রি ফ্রাইডে ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাহ য়েছে।শুক্রবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে সন্ধ ৬টা র্পযন্ত শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎিসা সেবা প্রদান করেন স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব, ব্রেস্ট ডিজিজ, থাইরয়েড, চর্ম, ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ, কনসানটেন্টসনোলজিস্ট শ্রীমঙ্গলের কৃতি সন্তন ডা. রাহেলা আক্তার লিজা।
ডবশিষ্ট সমাজকর্মী ও শিক্ষকডা. মো. একরামুল কবীর পরিচালিত মাদার তেরেসাফ্রি ফ্রাইডেক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদের্শনে আসেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি, সাপ্তাহির পরিক্রমার প্রধান সম্পাদক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক-লেখক এহসান বিন মুজাহির, দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তফাদার ও আনন্দ টিভির শ্রীমঙ্গল প্রতিনিথি তোফায়েল পাপ্পুসহ বিভিন্ন পেশার মানুষ।