চারপাশে ময়লা নাই,  এমন একটা দেশ চাই”

স্টাফ রিপোর্টার॥ এই সেøাগানকে সামনে রেখে “পরিবর্তন চাই” এর উদ্যোগে এবং সামাজিক সংগঠন উই ফর বাংলাদেশর এর সহযোগীতায় শনিবার  ১৫ সেপ্টেম্বর সারাদেশের মত মৌলভীবাজারেও ৪র্থ বারের মত পালিত হলো “দেশটাকে পরিষ্কার করি দিবস”।

শহরের পৌরসভার সামন থেকে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হওয়ার পর, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল আহমদ শপথ বাক্য পাঠ করান। পরে শহরবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং, লিফলেট বিতরন এবং চৌমুহনা, শমসেরনগর রোড, গীর্জাপাড়া হয়ে পৌরসভা পর্যন্ত রাস্তা-ঘাট থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। উক্ত কার্যক্রমে প্রায় ৩ শতাদিক তরুন-তরুনী অংশগ্রহন করেন।

উই ফর বাংলাদেশর প্রতিষ্টাতা, সভাপতি শাহ ফাহিম আহমেদের সভাপতিত্বে এবং মোফাজ্জল হোসেন অনিক ও আব্দুস সামাদ রুহিনের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রৌকশলী আবুল হোসেন খান, পৌরসভার সি আই আব্দুল মতিন প্রমুখ। ভেন্টে অংশগ্রহণকারী ৫ জনকে সেরা পুরুষ্কার এবং সকলকে সার্টিফিকেট এবং লজিস্টিক প্রদান করা হবে ।

 

শেয়ার করুন