স্টাফ রিপোর্টার॥ রেডিও পল্লীকণ্ঠে কর্মরত নেপাল থেকে আগত ফেলো উপাসনা কুমারী তিওয়ারী এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালাও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান রেডিও পল্লীকণ্ঠের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ সেপ্টেম্বর রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রুপান্তর বাংলাদেশের সাইফুদ্দিন সবুজ, বক্তব্য রাখেন নেপাল থেকে আগত উপাসনা কুমারী তিওয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের মার্কেটিং অফিসার দুলাল রায়, একাউন্ট অফিসার রুমানা আক্তার, কারিগরি প্রযোজক বিপ্লব কান্তি দেব, নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ, অনুষ্ঠান প্রযোজক নাইমা ইয়াসমিন, অনুষ্ঠান প্রযোজক মো:কামরুজ্জামান মিটু, অনুষ্ঠান প্রযোজক রুজিনা বেগম, অনুষ্টান প্রযোজক সাইফুল ইসলাম সহ রেডিও পল্লীকণ্ঠের শ্রোতা মো.মঈনউদ্দিন, এছাড়া ও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠে কর্মরত সকল প্রযোজক বৃন্দ।
উল্লেখ্য উপাসনা কুমারী তিওয়ারী রেডিও পল্লীকণ্ঠ ও রুপান্তর বংলাদেশের সহযোগীতায় এফকে নরওয়ের ফেলো হিসেবে মৌলভীবাজারে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগজিন অনুষ্ঠানে কাজ করেছেন ।