ছাত্রলীগের উদ্যোগে যাত্রী ছাউনীতে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত প্রায় যাত্রী ছাউনী পরিস্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করে তুলেছেন উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জানা যায়, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন যাত্রী ছাউনীটি দীর্ঘ প্রায় ১০ বছর যাবত ময়লা আবর্জনা ভরে থাকার কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এখানে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ যাত্রী সাধারণের ব্যবহারের অনুপযোগি থাকায় এই ছাউনীটি ব্যবহার করত না। এই যাত্রƒ ছাউনীটি ব্যবহার উপযোগি করে তোলার জন্য১৬ সেপ্টেম্বর রোববার সকালে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব ও কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় এবং কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক হাসান আহমদ এর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা পরিষ্কার পরিছন্ন করে এই যাত্রী ছাউনীটি সকলের ব্যবহার উপযোগী করে তুলে।

শেয়ার করুন