লোক গবেষক মাহফুজুর রমানের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার॥ লোক গবেষক, লেখক ও সাংস্কৃতিক সংগঠক মাহফুজুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে মাহফুজুর রহমান নাগরিক শোকসভা কমিটি এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির আহবায়ক প্রাবন্ধিক মো. আব্দুল খালিক। নাগরিক শোকসভা কমিটির সদস্য নিলিমেষ ঘোষ ও মীর ইউছুফের যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ ও সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্যসচিব ডাডলী ডেরিক প্রেন্টিস ও প্রচার প্রকাশনা উপ কমিটির আহবায়ক আহমদ আফরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, নাট্যকার আব্দুল মতিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রগতি লেখক সংঘের সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, বিএনপি নেতা মৌলভী ওয়ালী সিদ্দিকী, মরমি শিল্পী ইউছুফ আলী, সাংস্কৃতিক সংগঠক এম শাহাবউদ্দিন আহমদ, মাহফুজুর রহমানের ছেলে মোফলেহ রহমান, চিকিৎসক সায়মা মুজাহিদ লিজা, কবি জাহাঙ্গীর জয়েস, আইনজীবী পার্থ সারথী পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি সুবিনয় রায় প্রমুখ। শোকপ্রস্তাব পাঠ করেন কবি মহিদুর রহমান। এসময় প্রয়াত মাহফুজুর রহমান স্মরণে প্রকাশিত স্মারকগ্রন্থ লোকপুরানের মোড়ক উন্মোচন করেন অতিথিরা এবং মাহফুজুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যচিত্র লোকপুরান দেখানো হয়।

শেয়ার করুন