কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফয়ার এসোসিয়েশেন কাতারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারসি গ্রামের বাসিন্দা আহমেদ জাহেদ ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা রাতে আকষ্মিক মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি কুলাউড়া রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদের ৩য় ছেলে এবং কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলার ইকবাল আহমদ শামীমের ছোট ভাই।
১৬ সেপ্টেম্বর রোববার বেলা ২টায় স্থানীয় মিয়ারমহলে ঈদগাহ ময়দানে জানাযা শেষে গ্রাম্য গোরস্থানে তাঁর দাফন করা হয়েছে। জানাযা অংশ নেন কুলাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শোক প্রকাশ ঃ আহমেদ জাহেদ এর অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এএসএম সিদ্দিক আহমদ লোকমান, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি চেম্বার অব কমার্সের পরিচালক জাফর আহমদ গিলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামিম, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাধারন সাধারন সম্পাদক মাহফুজ শাকিল, বাংলাদেশ খবরের কুলাউড়া প্রতিনিধি জসিম চৌধুরী, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।