আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগার সরানোর দাবীতে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগার সরানোর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন পালন করেছে এলাকাবাসীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ময়লা ভাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়লার ভাগার সরানোর দাবীতে আন্দোলনরত সংগঠনের আহবায়ক নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও সমাজকর্মী মো: তহিরুল ইসলামের মিলন এর সঞ্চালনায় মনববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, আ,লীগ জেলা সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এর রহিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সভাপতি মো: বেলায়েত হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিত ও সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আগামী ২২ সেপ্টম্বরর পৌর সভার সামনে মানববন্ধনের ঘোষনা দেওয়া হয়। এবং এব্যাপারে আরো কঠোর গড়ে তোলার ঘোষনা দেন।

 

শেয়ার করুন