সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে সোস্যাল ক্লাবের গণস্বাক্ষর কর্মসৃচি

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসৃচি অনুষ্ঠিত হয়েছে। কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজে গণস্বাক্ষর কর্মসূচির শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মন্নান।

১৬ সেপ্টেম্বর রবিবার সকালে ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে এবং মৌলভীবাজার সোস্যাল ক্লাবের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসুচী উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সোস্যাল ক্লাবের উপদেষ্ঠা সৈয়দ আবুল বাসার এর সভাপতিত্বে গণস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট নাট্যকার ও সংগঠক খালেদ চৌধুরী। মৌলভীবাজার সোস্যাল ক্লাব সদস্য জুয়েল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের অধক্ষ্য আব্দুল মান্নান, মৌলভীবাজার সোস্যাল ক্লাব সদস্য. শামীম আহমদ. শাহাদ আহমদ (মেম্বার) আব্দুল কাইয়ুম, লিপন মিয়া মেম্বার, তাজুল চৌধুরী, মতিউর রহমান শিমুল, নজরুল ও রোসেব, সম্মিলিত সামাজিক সংগঠনে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিমউদ্দিন হালিম, আখলু চৌধুরী, রাসেল আহমদ, সেলিনা আলা, মাহমুদুর রহমান, ফাতেমা জহুরা, মুহিবুর রহমান. নিখল তালুকদার. সামসু, তাকবীরসহ প্রতিষ্টানে শিক্ষক ও শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজ স্থাপনের দাবী আদায়ের জন্য সর্বাত্ত চেষ্ঠা চালিয়ে যাবেন।

শেয়ার করুন