স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসঅ্যাপ ক্যাম্পেইন ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ সেপ্টেম্বর সকালে হাফিজা খাতুন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মকবুল হোসেন খান গণস্বাক্ষর কর্মসূচির শুভ সূচনা করেন ।
মোয়াজ্জেম হোসেন ও শামসু মিয়া এর যৌথ পরিচালনায় রুয়েল বকস এর সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচীতে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর প্রধান আহবায়ক ডা. ছাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, নাট্যকার ও সংগঠক খালেদ চৌধুরী, শহীদ জিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আলাউদ্দিন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমাতুজ জোহরা, জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম, আদর মাদকাসক্তি চিকিৎসা ও পুণর্বাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, এ কে এম আখলু, তাকবীর হোসাইন, তাজুল চৌধুরী, শহীদ মিয়া, জুয়েল আহমদ, সানি আহমদ, শাহিন আহমদ, জুয়েল আহমদ সাহেল, আহমদ বকুল, তপু আহমেদ প্রমুখ। এসময় প্রায় ৮শত শিক্ষার্থী ও শিক্ষকগণ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।