৭দিন থেকে নোমান নিখোঁজ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সুলতান পুর এলাকার বাসিন্দা মাওঃ আব্দুল বারী ধর্মপূরীর ৩য় পুত্র সেন্টাল রোড এর রাজন সাইকেল ষ্টোর এর আর এফ এল এর ডিলার ব্যবসায়ী আতিকুর রহমান নোমান (২৪) ১২ সেপ্টেম্বর বুধবার  সন্ধ্যার পর থেকেই নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নোমানের ভগ্নিপতি ফয়জুর রহমান রাজন জানান, সে প্রতিদিনের ন্যায় ১২ সেপ্টেম্বর মাগরিবের নামাজ এর পর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় এর পর আর বাসায় ফিরে আসেননি।  এর পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তার মোবাইল নং হল ০১৭৩০২৫৩৭৪৬, ০১৭৮০৩১৭৬১৬।

নিখোঁজ হওয়ার দিন তাঁর পরনে ছিল ঘাড় সবুজ রঙের  একটি পানজাবী ও কালো প্যান্ট। এ ব্যাপারে পরিবার এর পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় একটি ডায়েরি (জিডি) করা হয়েছে। সে মৌলভীবাজার এর তাহযিব তামাদ্দুন নামে একটি সেচ্ছা সেবী সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের সাথে জরিত ছিল।

তাহযিব তামাদ্দুন এর স্থায়ী কমিটির সভাপতি হুসাইন আউয়াল জানান, তাদের পক্ষ থেকে ও খোজা হচ্ছে চতুর্দিকে তিনি বলেন আমরা ভিন্ন ভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি যাতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়ে এবং তাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন বলে আশাবাদী।

শেয়ার করুন