স্টাফ রিপোর্টার॥ ৪৭ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল- বালিকা বিভাগে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ দল হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কমলগঞ্জের বি,এন,ভূইঁয়া বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন এর সভাপতিত্বে এবং শিক্ষক মনজুর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমদ ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি আহমদ আলী, গুড নেইবারস্ মৌলভীবাজার সিডিপির শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিং টন ¤্র,ি দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রূপেন্দ্র সিংহ প্রমূখ। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিভিন্ন পুরষ্কার তুলে দেন অতিথিরা।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান কমলগঞ্জের বি,এন,ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় দলকে সংবর্ধনা
শেয়ার করুন