মৌলভীবাজারে সাপের কামড়ে এবং পানিতে ডুবে নিহত ৩,আহত ১

সাইফুল আলম ছয়ফুলঃ

জেলার কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার কাজল পালের ছেলে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র কনক পাল (১২) গতকাল ১৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৬টার সময় বাড়ির টিউবওয়েল এ যাওয়ার পথে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়। প্রথমে তাহাকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাহাকে মৃত ঘোষনা করেন।

এদিকে একই উপজেলার হাজীপুর ইউনিয়নের দুই শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চাঁনগাও (মিরেরগাও) গ্রামের নোমান আহমদের ছেলে ফারহাদ মিয়া (৩) এবং বাদশা মিয়ার মেয়ে জেরিন বেগম (৩) এর ডুবন্ত লাশ আজ  ১৯ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টায় পুকুর থেকে উদ্ধার করে কমলগঞ্জ সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। পা পিছলে পানিতে পড়ে গিয়ে এই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবার থেকে জালালাবাদবার্তা.কম কে নিশ্চিত করা হয়েছে।

অপরদিকে এই রিপোর্ট লিখার সময় জালালাবাদবার্তা.কম এর এই প্রতিনিধির কাছে খবর আসে যে, এই মাত্র শরিফপুর ইউনিয়নের মানগাও গ্রামের আলকিছ মিয়াকে সাপে কামড়েছে এবং তাকে মারাত্তক আহত অবস্তায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিষাক্ত সাপের অতংকে রয়েছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন