শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের সদর উপজেলার কামালপুর ইউনিয়নের সম্পাসী এলাকা থেকে একটি মেছোবাঘ আটক করেছে এলাকাবাসী। এ মেছোবাঘ আটক করে নিয়ে আসেন শ্রীমঙ্গলস্থ বন্যাপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
সজল দেব জানান, ওই এলাকার ফজলু মিয়ার বাড়ীর জঙ্গলে মেছো বাঘটি লুকিয়ে থেকে এলাকার বিভিন্ন মানুষের হাঁস, মোরগ ও ছাগলসহ বিভিন্ন ভক্ষন করছিল। গ্রামবাসী বিভিন্ন সময় অতিষ্ঠ হয়ে বাঘটি ধরতে না পারায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর সকালে এলাকাবাসীর সহযোগীতায় বাঘটি ধরতে সক্ষম হন।
তিনি আরো জানান, বাঘটি সামান্য আঘাত পেয়েছে। তাই তাদের সেবা ফাউন্ডেশনে সেবা যতœ করে মেছোবাঘটি লাউয়াছড়া বা অন্য কোথাও ছেড়ে দেওয়া হবে। মেছোবাঘটি লম্বায় প্রায় ৩ ফুট এবং ওজনে প্রায় ২০ কেজি। বাঘটি বর্তমানে শ্রীমঙ্গলস্থ বন্যাপ্রাণী সেবা ফাউন্ডেশনে রয়েছে।