৬৫% পদন্নোতি কোটা নিশ্চিত করনে, শ্রীমঙ্গলে সহকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে ৬৫% পদন্নোতিসহ বিভিন্ন দাবীতে ঘন্টাব্যাফী অবস্থান কর্মসুচী পালন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখা।

২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এ অবস্থানসুচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহিমা বেগম।

এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যান দেব, শ্রীমঙ্গল সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, উত্তর জিলাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার দেবনাথ, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক রাজন চক্রবর্তী প্রমুখ। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন