বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ডিমাই মিশনারী স্কুলে কারতিাস এফওয়াইটিপি’র উদ্যোগে ২২ সেপ্টেম্বর শনিবার বাস্তবতা ও নৈতিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের ৩০জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেছেন।
ডিমাই মিশনারী স্কুলের পরিচারক ফাদার যোসেফ গমেজ ওএমআই’র সভাপতিত্বে ও কারিতাস এফওয়াইটিপি’র মাঠ কর্মকর্তা জুলেখা খংস্তিয়ার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক কাজী রায়হান জামিল, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার সিরাজ উদ্দিন, ডিমাই মিশন স্কুলের প্রধান শিক্ষক ফাদার দীপক কস্তা ওএমআই প্রমূখ।