স্টাফ রিপোটার॥ মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ বেগ স্মরণে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ সেপ্টেম্বর সকালে পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, আব্দুল ওয়াহাব চৌধুরী, দেওয়ান আব্দুল খায়ের চৌধুরী, গিয়াস উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন।