ইঞ্জিনিয়ার নওশের আলী, টরন্টোঃ
টরন্টো সিটি কাউন্সিল নির্বাচনে মহশিন ভূঁইয়ার স্বপক্ষে অন্য ৩জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের যে এক অসাধারণ উধাহরন তৈরি হল, আশা করি এখান থেকেই বাংলাদেশি কমুনিটির জন্য ২য় আর এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে।
আমার পূর্বের এক লেখায় কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্যে বলেছিলাম, সিটি “কাউন্সিল নির্বাচনে চুড়ান্ত ফলাফলের আগেও কিন্তু আপনি জিতে যেতে পারেন।” এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য আমি প্রথম যাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই সে হচ্ছে আমাদের ছোট ভাই হিসাম চিশতী, যে আমাদের অনুরোধে একক প্রার্থিতার ব্যপারে সর্ব প্রথমেই তার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সে কথা তার মহানুভবতা দিয়ে সে পালন করেছে। আমি মনে করি হিসাম চিশতী প্রথমে তার সহযোগিতার দুয়ার খুলে দিয়েছিল বলেই আজ এমন এক অভূতপূর্ব ঘটনা ঘটলো। আবারো হিসামকে তার ত্যাগের জন্য ধন্যবাদ ও শুভ কামনা। অন্যদিকে আমাদের আর এক ছোট ভাই সনি মীর, তার সকল পরিশ্রম এবং নির্বাচন করার যে অনড় অবস্থান সেখান থেকে সরে এসে মনোনয়ন প্রত্যাহার করেছে। সনি মীর এর জন্য আন্তরিক ধন্যবাদ ও দোয়া রইল। ৩য় প্রার্থী প্রকৌশলী শরীফ আহমেদের ব্যপারে শুনেছিলাম যে কোন মূল্যে তিনি নির্বাচন করবেনই, তাকেও প্রাণঢালা অভিনন্দন রইল।
আবারো প্রমানিত হল বাঙ্গালী প্রয়োজনে একে অপরের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মহসিন ভুঁইয়ার জন্য আমরা সর্বাত্মক ভাবে যে যেভাবে পারি সমর্থন, সহযোগিতা, এবং ভোট দেওয়ার জন্য এগিয়ে আসি এই প্রত্যয় ব্যক্ত করছি।