ইউনিয়ন জাতীয় পাটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলগঞ্জে প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন ২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মলনের আনুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি মো: দুরুদ আলী । সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: কামাল হোসেন।

কমলগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক মোঃ জমির আলীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আসলম উদ্দিন,  উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল মতিন, সম্পাদক মোঃ রফিকুল আলম, পৌর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক সাংবাদিক এম, এ, ওয়াহিদ রুলু ও সদস্য সচিব এম এ মুক্তাদির, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ লুৎফুর রহমান প্রমুখ।

সম্মেলনে জমির আলীকে সভাপতি ও আব্দুল আজিজ আজিকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কলগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন