কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার॥ কওমি মাদ্রাসার শিক্ষা সনদ দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়ায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে মৌলভীবাজারে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছেন জেলার আলেমরা।

এতে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানস, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মাসুদ আহমদসহ আলেমগণ এবং বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন এদেশের মসজিদ, মাদ্রাসা ও ইসলামের উন্নয়নে কাজ করে গেছেন একইভাই তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাজ করে যাচ্ছেন। তা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই।

শেয়ার করুন