সাংবাদিক হোসাইন আহমদ এর ছোট বোন নূরা আক্তারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার॥ দৈনিক যুগান্তর, সিলেটের ডাক ও ডেইলি ইন্ডাস্ট্রি এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর ছোট বোন, ব্যবসায় মোঃ এলাইছ মিয়ার মেয়ে ও বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নূরা আক্তারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

এ দিকে ২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে মৃত্যু নূরার সহপাঠীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম এর পরিচালনায় ও প্রধান শিক্ষকক সাইদুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা ও নূরার মামা মইনুল ইসলমা সোহাগ, মাওলানা আব্দুর রহিম, নূরার বাবা মোঃ এলাইছ মিয়া, লিয়াকত আলী, মধু মিয়া, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও মইন উদ্দিন প্রমুখ।

এছাড়াও মিলাদ মাহফিলে বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় স্টোক করে নূরা কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল গ্রামে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন