স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর পুরাতন কেন্দ্রিয় জামে মসজিদ এর টাইলস কাজের উদ্ধোধন করা হয়েছে।
২১ সেপ্টেম্বর শুত্রুবার এই কাজের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জৎগসী (বড়বাড়ী)র মোহাম্মদ আব্দুল মিল্লাদ মসজিদের কমিটির সভাপতি ও সেক্রেটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। কেন্দ্রিয় জামে মসজিদ টাইলস এর জন্য অনুদান দাতা হলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত, আব্দুল মুবিন ও আলহাজ¦ আব্দুর রহিম, মরহুমা আলহাজ¦ হামিদা বেগম জগৎসী (বড়বাড়ি)। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কালাপুর পুরাতন কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম।