স্টাফ রিপোর্টার॥ “সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি” এ স্লোগান নিয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার আয়োজনে রোড-শো অনুষ্ঠিত হয়।
২৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বিআরটিএ সহকারি উপ পরিচারক হাবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো. ফজলুল আলী, ট্রাফিক পুলিশ পরিদর্শক সালাউদ্দিন কাজল, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার, মেডিক্যাল অফিসার সায়মা মোজাহিদ লিজা, আজমল আলী চৌধুরী, সৈয়দ নওশের আলী খোকন, আজাদুর রহমান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপদি সঞ্জিত কুমার, সিএনজি শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমূখ।