একজন শিক্ষক বা শিক্ষিকার জীবন শিক্ষার্থীর কাছে খোলা বইয়ের মত। একজন শিক্ষক হচ্ছেন সেই ব্যাক্তি যার মধ্যে রয়েছে সৃজণশীলতা, পরামর্শক হওয়ার, শিক্ষা সহায়ক ব্যাক্তি, শিক্ষক নিজেই শিক্ষা সহায়ক সামগ্রীর উন্নয়ন সাধন করবেন, তার আচরণ হবে রোল মডেল, তিনি সমাজের দর্পণ, কারিকুলাম প্রস্তুতকারক ও মূল্যায়ণকারক, শিক্ষা সংগঠক এবং নির্দেশক ইত্যাদি গুণাবলী সম্পন্ন মানুষ।
মিসেস লিজা এইসব গুণাবলি সম্পন্ন একজন অাদর্শ শিক্ষিকা। অামাদের প্রজন্মগুলোকে অাদর্শ মানুষ করে গড়ে তোলতে তিনি সৃজণশীল ও নিরলস শ্রম দিচ্ছেন। বিলিয়ে দিচ্ছেন তারুণ্যের উচ্ছাসটুকু, মননশীল মেধাশক্তি।
মৌলভীবাজার জেলার কুলাউড়া শহরের লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহলিনা আক্তার লিজা। তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০১৮-এ জেলা পর্যায়ে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। এমন কৃতিত্বপূর্ণ অর্জনে অামরা গর্বিত, অভিভূত।
অাশাকরি নিজের সৃজণশীলতা ও দক্ষতা দিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে এবং অাপনার কৃতিত্বপূর্ণ এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অামাদের কুলাউড়ার শিক্ষাঙ্গনে অারও অগ্রগতি অাসবে!