শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের পদোন্নতি জনিত কারণে বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা েেক্রস্ট প্রদান করেছেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির নেতৃবৃদ। রবিবার ২৩ সেপ্টেম্বর সন্ধা ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার নির্বাহী অফিসারের হাতে বিদায়ী সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, দি লাইফস গুড মডেল স্কুলের প্রিন্সিপাল কাজী আছমা আক্তার, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এহসান বিন মুজাহির।
এ সময় উপস্থিত ছিলেন এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষকসমিতির অর্থ সম্পাদক আব্দুল হান্নান, মডেল একাডেমির অ্যান্ড বি এম কলেজ’ও প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রিনা মজুমদার ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান।
প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এডিসি হয়ে শ্রীমঙ্গল থেকে বদলী হয়েছেন।