মনজু বি: চৌ: মৌলভীবাজার সদর উপজেলার ৩টি গ্রামে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হয়েছে। “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগানে রবিবার দিনব্যাপী গ্রামগুলোতে শুভ বিদ্যুৎতায়ন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম এ রহিম সি.আই.পি. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক, পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জাকির হোসেন প্রমুখ।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমরা গ্রামের ১.৭৪৩ কিমি, আমতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের দক্ষিণ অংশে ১.৬৮২ কিমি. এবং নাজিরাবাদ ইউনিয়নের উত্তর আটঘর গ্রামে বিদ্যুৎতায়ন করা হয়েছে।