যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কৌলা এলাকায় সোমবার বেপরোয়াগামী এক যাত্রীবাহী বাস গাড়ির ধাক্কায় সফাত উল¬া নামে এক বৃদ্ধের (৬০) মর্মান্তিকভাবে মৃত্যুবরন হয়েছে।

জানা যায়, মৌলভীবাজার থেকে বড়লেখাগামী যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০১৭৫) দ্রুতগতিতে যাওয়ার সময় কুলাউড়া উপজেলার কৌলা এলাকায় কর্মধা ইউনিয়নের বুধপাশা নিবাসী সফাত উল¬া (৭০) নামে এক পথচারীকে ধাক্কা দিলে তার বাম পাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে সিলেটে যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। পুুলিশ ঘাতক বাসকে জব্দ করেছে। তবে ঘাতক চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন