স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে পরীক্ষার মূল্যায়ন সভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আদমপুরস্থ কার্যালয়ে ড্রিম স্কুল সেন্টারের আওতায় এ সভার আয়োজন করে। মৌলভীবাজার সিডিপির এ্যডুকেশন ও প্রটেকশন মর্নিংটন মৃ অফিসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন।
গুড নেইবারস বাংলাদেশ এর শিক্ষা কার্যক্রম দুটি বিষয় উপস্থিতি এবং পাশের হারের মূল্যায়ন করে। এই দুটি বিষয়ের উপর মূল্যায়ন করে সর্বোচ্চ উপস্থিতি হারের জন্য কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সর্বোচ্চ পাশের হারের জন্য নয়াপত্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তেতইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।