বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের দাফন সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি॥  বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আজির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে সৎপুর শাহী ঈদগাহ প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আজির উদ্দিন ২২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ৩টায় সৎপুর গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এদিকে মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, আব্দুল খালিক, আপ্তাব আলী, আব্দুল হান্নান, ফনি চন্দ্র শীল, আব্দুর রশীদ, রফিক উদ্দিন, নজির উদ্দিন লালু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মুহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা সন্তান সামছুল ইসলাম রিফাত প্রমুখ।

শেয়ার করুন