স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলার স্বামী শিপন মিয়ার মোটরসাইকেলের সামনে বালু ভর্তি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে চাকার নিচে পরে তাসনিমা বেগম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ২৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার টু শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি চা বাগানের ৫নং সেকশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনিমা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও এলাকার বাসিন্দা প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিপন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিপন তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে কর্মস্থল কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর শ্রীমঙ্গলগামী বালু ভর্তি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকা তাসমিনার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তাসমিনার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এঘটনায় মিরতিংগা চাবাগান ও মাইজদিহি চাবাগানের চা শ্রমিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন.প্রতিদিন বালু ভর্তি শত শত ট্রাক আসা-যাওয়া করে।আমরা সব সময় বেপরোয়া চালকদের জন্য আতঙ্কে থাকি।
এ ব্যপারে মিরতিংগা চা বাগানের মেম্বার ধনা বাউড়ী বলেন,একজন মহিলা মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চা শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।বালু বহনকারী ট্রাক চালকরা আরো সতর্ক হওয়া দরকার।তাদের বেপরোয়া গতির কারণে যেনো আর কোন মায়ের কুল খালি না হয়।আমার চা শ্রমিকদের চলাফেরায় যেনো কোনো বিঘ্নতা না ঘটে।