সংবাদদাতা॥ কয়েকদিন ধরে মৌলভীবাজার শহর ও শহর তলীতে বেওয়ারীশ কুকুরের সংখ্যা অস্বাবাবিক হারে বেড়ে গেছে। শহর বা তার আশেপাশে এমন কোনো স্থান নেই যে, এই বেওয়ারিশ কুকুরগুলোকে পাওয়া যায় না? কোথাও না কোথাও এক সাথে দশ থেকে পনেরটি কুকুর দলবদ্ধভাবে চলাফেরা করে। সাধারন মানুষ এবং যানবাহনের চলাচলের মারাত্মক অসুবিধার কারন হয়ে দাড়ায়। অনেক সময় ঐ কুকুরগুলোর কারনে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের অনেক মূল্যবান কর্মঘন্টা নষ্ট হয়। বিশেষ করে, স্কুলগামী কোমলমতী শিশুরা এই বেওয়ারিশ কুকুরগুলোকে দেখে ভয় পায়। এবং তাদের জন্য স্কুলে আসা যাওয়া বড়ই কষ্টকর হয়ে পরে। অনেক মুসলি¬ অভিযোগ করেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঐ কুকুরগুলোর ব্যারিকেটের সম্মুখে পড়তে হয়। এবং ভয়ে আতঙ্কে মসজিদে প্রবেশ করতে হয়। এর মধ্যে আবার অনেক কুকুরগুলো শরীরের লোম উটে গিয়ে রোগাক্রান্ত হয়ে পড়েছে। এদের শরীর এক ভয়ানক রুপ ধারন করেছে। এই রোগাক্রান্ত কুকুরের শরীরে মশা, মাছি ও নানান ধরনের কীটপতঙ্গ বসে রোগ জীবানু ছড়াচ্ছে। সাথে সাথে পরিবেশ ও হুমকির মুখে পড়েছে। এক সময় এই বেওয়ারিশ কুকুরগুলোকে পৌরসভার তত্ত্বাবধানে নির্মূল করা হতো। কিন্তু গত কয়েক বছর থেকে এইধরনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই কাল বিলম্ব না করে জনস্বার্থে শহরের স্বাভাবিকতা রক্ষার্থে বেওয়ারিশ কুকুর নির্মূল করতে এখনই কার্যকর ব্যবস্থা প্রয়োজন।