আজিজুর রহমানের সম্মানে নিউপোর্ট  যুবলীগের সংবর্ধনা অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি  ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জননেতা আজিজুর রহমানের সম্মানে ২৩ সেপ্টেম্বর বৃটেনের ওয়েলসের নিউপোর্ট শহরের ত্রি মোগল রেস্টুরেন্টে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগের সেক্রেটারি ফখরুল ইসলম ও নিউপোর্ট সিনিয়র  সহ সভাপতি শাহ শাফি কাদিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে বিশেষ অতিথি হিসাবে নিউপোর্ট আওয়ামীলীগ সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ্ যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য ও  জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি ওয়েলস আওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ. নিউপোর্টের  আওয়মীলীগের সেক্রেটারী আব্দুল হান্নান,  শাহ আনোয়ার আলী, মাজেূদুল হোসাইন নুনু, ফারুক আহমদ, বেলায়েত হোসেন খান,  শিয়াব উদ্দিন, আবুল কালাম মুমিন, নুরুল আলম চুনু, জুয়েল মিয়া,  নজরুল ইসলাম, আবদুল ওয়াহিদ বাবুল, আনহার মিয়া, রুহুল আমীন ও কবির আহমেদ সহ কাডিফ সোয়ানসী ও নিউপোর্টের আওয়ামীলীগ যুবলীগ  ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, তাতাীলীগ.বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও প্রজন্ম ৭১ এর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা শ্রেষ্ঠ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে  জননেতা আজিজুর রহমান এই সভা আয়োজন করায় যুবলীগকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়শী প্রসংশা করে ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে আগামী নিবাচনে আওয়ামীলীগকে পূনরায় ক্ষমতায় আনতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। এখানে উল্লেখ্য যে অনুষ্ঠানের পূবে বীর মুক্তিযোদ্ধা জননেতা আজিজুর রহমানের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ শাফি কাদিরের বাসভবনে বিশিষ্টজনেরা এক ডিনারপার্টিতে অংশ নেন।

শেয়ার করুন