শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এবং সহকারি কমিশনার ভূমি মোঃ আশেকুল হক’র পদোন্নতিজনিত কারণে বদলি উপলক্ষে বিদায়ী স্মারক ২০১৮ প্রদান করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। বুধবার ২৫ সেপ্টেম্বর কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজন করা হয় বিদায়ী অনুষ্ঠানের।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এবং সহকারি কমিশনার ভূমি মোঃ আশেকুল হক।